আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানের দায় স্বীকার। এদিকে,বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে।মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ অসীম।তিনি বলেন, সব মরদেহ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আহত ৫৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তিনি আরও বলেন, সোমবার মোট ১৫৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের বেশির ভাগ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) প্রথমে হামলার দায় স্বীকার করে। তবে পরে তারা তা অস্বীকার করেছে।
প্রসঙ্গত,একে রাজনৈতিক অস্থিরতা আবার রয়েছে মুদ্রাস্ফীতি এর মধ্যে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা।
সোমবার (৩০ জানুয়ারি) আনুমানিক দুপুর ১:৪০ এ পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে চালানো হামলায় যাতে এখনও একের পর এক বেড়ে চলেছে নিহতের সংখ্যা। পুলিশ কর্মকর্তা সিকান্দার খানের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মসজিদে যোহরের নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে অসংখ্যক মানুষ জড়ো হয়েছিলো। হঠাত বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মসজিদ ভবনের একটি অংশ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে, বিশেষত যারা নামাজের সময় সামনের সারিতে দাঁড়িয়ে ছিল।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, একটি মসজিদের ভেতরে বিস্ফোরণ প্রমাণ করে যে হামলার সঙ্গে জড়িতদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
এ ঘটনার পরই টুইট বার্তায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
সূত্র : ডন
আমাদের কাগজ/এমটি






















