আন্তর্জাতিক ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২৬

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ মারা গেছেন। সাবেক সামরিক শাসক দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। রোববার ( জানুয়ারি) তার পরিবার তথ্য নিশ্চিত করে।

পারভেজ মোশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। তিনি ১৯৮ সালে জেনারেল পদে পদে উন্নীত হন পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান।

 

 

 

 

আমাদের কাগজ/টিআর