আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় প্রতিদিন আসছে প্রাণহানির খবর। মর্মান্তিক এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে জানা যায়, তুরস্কে ১২ হাজার ৮৭৩ জন ও সিরিয়ায় ৩১৬২ জন নিহত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় আড়াই কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুই দেশেই ধসে পড়েছে হাজার হাজার ভবন। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন সাধারণ মানুষ ও উদ্ধারকর্মীরা।
ভূমিকম্পের পর তুরস্ক-সিরিয়ার ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধারকারী দলসহ মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। এর মধ্যে রয়েছে জাতিসংঘ, ইইউ, ন্যাটো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, বাংলাদেশ ,ভারত, জাপান, ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রিস, পাকিস্তানসহ বিভিন্ন দেশ ও সংস্থা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন বেশির ভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন।
আমাদের কাগজ/এমটি