আন্তর্জাতিক ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০২

ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়াল। এদিকে উদ্ধার কর্মীরা প্রচন্ড শীত উপেক্ষা করে ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকা জীবিতদের কাছে পৌঁছাতে চেষ্টার করে যাচ্ছে। কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, সোমবারের ৭.৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কে ১৭,৬৬৪ জন এবং সিরিয়ায় ৩,৩৯২ জন মারা গেছে। দুই দেশ মিলে মৃতের এ সংখ্যা বেড়ে মোট ২১ হাজার জনে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়।

ভূমিকম্পের পর তুরস্কে উদ্ধার তৎপরতায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। ধীরগতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় পর্যাপ্ত ত্রাণসহায়তা পৌঁছায়নি বলেও অভিযোগ তাদের। তবে তুর্কি প্রেসিডেন্ট বলছেন, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় কোনো পূর্বপ্রস্তুতিই যথেষ্ট নয়।

স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে লাখো মানুষের জীবন। সময় যত গড়াচ্ছে ততোই বাড়ছে অনিশ্চয়তা। সর্বস্ব হারিয়ে দুর্যোগপ্রবণ এলাকায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে প্রচণ্ড ঠান্ডা আর তুষারপাত। তীব্র শীত উপেক্ষা করেই চলছে উদ্ধারকাজ। 

তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে পৃথিবীর বিভিন্ন দেশ সাহায্য সহযোগিতা করছে।

আমাদের কাগজ/এমটি