আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের সঙ্গে যুদ্ধে জড়ালে বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তান নামক রাষ্ট্রের নাম মুছে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি।
গতকাল রোববার অন্ধ্র প্রদেশের কাকিনাড় শহরে ‘এক জাতি, এক সংবিধান’ শীর্ষক ‘জনজাগরণ’ সভায় ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন তিনি। আলোচনা সভায় তিনি সংবিধানের ৩৭০ ধারার ৩৫ক অনুচ্ছেদ বাতিলের কারণ ব্যাখ্যা করেন।
জি কিষান রেড্ডি হুঁশিয়ার করে বলেছেন, ‘যদি কোনো যুদ্ধ হয়, তবে পাকিস্তান আর বিশ্ব মানচিত্রে থাকবে না। দেশটি নিশ্চিহ্ন হয়ে যাবে। ইমরান খান বা পাকিস্তান সেনাবাহিনীর ফাঁকা বুলিতে কাউকে ভয় দেখানোর কিছু নেই। ভারতের প্রধানমন্ত্রী ভয় পাওয়ার মানুষ নন।’



















