আমাদের কাগজ ডেস্কঃ উপকূল থেকে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এমনটা দাবী করেছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এর দুদিন আগেই পিয়ংইয়ং একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ে। খবর আল-জাজিরা।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘উল্লেখযোগ্য উসকানি’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সকালে উত্তর কোরিয়ার রাজধানীর ঠিক উত্তরের একটি পশ্চিম উপকূলীয় শহর থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, একাধিক রকেট লঞ্চার থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর একটির লক্ষ্য ছিল ৩৯৫ কিলোমিটার দূরত্বে, আরেকটি ৩৩৭ কিলোমিটার দূরত্বে।
কেসিএনএ বলেছে, ৬০০ মিলিমিটারের একাধিক রকেট লঞ্চার ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় এক করা হয়... এটি কৌশলগত পারমাণবিক অস্ত্রের একটি মাধ্যম।
জাপানও দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। জাপান বলছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি যথাক্রমে ১০০ কিলোমিটার ও ৫০ কিলোমিটার উচ্চতায় উঠে এবং ৩৫০ কিলোমিটার থেকে ৪০০ কিলোমিটার পরিভ্রমণ করে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়ে।
জাপানের কোস্টগার্ড বলেছে, ক্ষেপণাস্ত্রটি ইতিমধ্যে সাগরে পড়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।
আমাদের কাগজ/এমটি






















