আমাদের কাগজ ডেস্কঃ উক্রেনে রুশ হামলার প্রথম বর্ষপূর্তি আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)। ইউক্রেনে চলছে রুশ সামরিক অভিযান। এরই মধ্যে দেশটির দক্ষিণের শহর খেরসনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রুশ সেনারা। তবে বর্ষপূর্তির উপলক্ষ্যে ও দিনটিকে স্মরণীয় করে রাখতে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক ২০ ইউক্রেনীয় রিভনিয়ার (স্থানীয় মুদ্রা) স্মারক ব্যাংক নোট উন্মোচন করেছে।
স্মারক নোটটির চিত্রে দেখা গেছে, একপাশে ইউক্রেনের তিন যোদ্ধা জাতীয় পতাকা উঁচিয়ে রেখেছে। অন্যদিকে আছে পিছমোড়া বাঁধা দু’টি হাতের ছবি। বেঁধে রাখা দুই হাতের ছবিতে মূলত কিয়েভে চলমান যুদ্ধে রাশিয়ার যুদ্ধাপরাধের কথা বোঝাতে চাওয়া হয়েছে। যদিও মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।
তবে স্মারক ব্যাংক নোট উন্মোচনের বিষয়ে ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের গভর্নর আন্দ্রেই পাইসনি বলেন, ‘যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে আমরা একটি স্মারক ব্যাংক নোট উন্মোচন করেছি। এই ব্যাংক নোটের ছোট এক টুকরা কাগজে যুদ্ধকালীন পুরো এক বছরের আবেগ, নিদর্শন, বিষয়বস্তু ও আইকনিক জিনিসগুলো তুলে ধরা হয়েছে।’
নতুন এই স্মারক ব্যাংক নোটের নকশা করা ও নোটটি পুরোপুরি প্রস্তুত করতে আট মাস সময় লেগেছে বলেও জানানো হয়েছে।
গভর্নর আন্দ্রেই পাইসনি বলেন, শিগগিরই নতুন করে তিন লাখ ব্যাংক নোট বাজারে ছাড়া হবে।এক বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে দেশের অর্থনীতিকে চলমান রাখতে ও বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত গ্রীষ্মে মুদ্রাবাজারে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইউক্রেনীয় রিভনিয়ারের মূল্যমান ছিল ৩৬ দশমিক ৫৭। যুদ্ধের কারণে মুদ্রার দরপতন ঠেকাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে। কারণ, পশ্চিমা মিত্রদের উল্লেখযোগ্য আর্থিক সহায়তাও ইউক্রেনের মুদ্রার দরপতন ঠেকানে পারছে না।
আমাদের কাগজ/এমটি



















