আন্তর্জাতিক ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:২৩

কেরালায় জনপ্রিয়তা নেই মোদি সরকারের: জন আব্রাহাম

ডেস্ক রিপোর্ট।।

ভারতজুড়ে মাথাচাড়া দিয়েছে অসহিষ্ণুতা। সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়ন সীমা ছাড়িয়ে যাচ্ছে। কোথাও কোথাও হত্যার শিকারও হচ্ছেন তারা। ধর্ম নিয়ে হানাহানি দেশটির রোজকার ঘটনায় পরিণত হয়েছে। তবে পুরো দেশের তুলনায় বেশ ব্যতিক্রম দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালা।

রাজ্যটি থেকে এখনো ধর্মের নামে হানাহানি-খুনোখুনির তেমন সংবাদ চোখে পড়ে নি। কেরালাবাসী এখনো কীভাবে তাদের উদারতার পরিচয় দিচ্ছেন? এর গভীরের কারণ জানিয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তিনি জানালেন, কেন আজো কেরালার ১০ মিটারের মধ্যে মন্দির, মসজিদ, গির্জার সহাবস্থান দেখা যায়। নিউজপোলের এক সংবাদে এমন তথ্য জানানো হয়।

‘মাদ্রাস কাফে’, ‘বাটলা হাউস’র মতো ছবির নির্মাতা জন আব্রাহাম কোনো রাজনৈতিক দলকে প্রকাশ্যে সমর্থন দেখাননি। এবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে নিজের রাজনৈতিক মতামত ব্যক্ত করলেন তিনি। 

জন জানালেন, কেরালা কেন এখনো মোদি-তাড়িত হয়নি। তার ভাষ্য, ‘কেরালার সৌন্দর্য এখানেই। এখানে ১০ মিটারের মধ্যে মন্দির, মসজিদ, গির্জা শান্তিপূর্ণভাবে রয়েছে। কোনো ঝামেলা নেই। সারা দুনিয়ায় যখন মেরুকরণ চলছে, তখন কেরালায় সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে।’

এ প্রসঙ্গে অতীতের একটি ঘটনার কথা তুলে ধরে জন বলেন, ‘যখন ফিদেল কাস্ত্রো মারা গেলেন, আমি কেরালায় গিয়েছিলাম। তখন সারা রাজ্যে তার ছবি, হোর্ডিং টানিয়ে শোক জ্ঞাপন করা হয়েছিল। আর কোনো রাজ্যে এ রকম হয়নি। সেই দিক থেকে কেরালা সত্যিই কমিউনিস্ট।’

তিনি বলেন, ‘আমার বাবা ছোটবেলায় আমাকে মার্কসবাদ নিয়ে অনেক বই পড়াতেন। বেশিরভাগ মাল্লু (মালয়ালি)–র একটি কমিউনিস্ট সত্ত্বা রয়েছে। আমরা সাম্যবাদে বিশ্বাস করি। অর্থের সমবণ্টনে বিশ্বাস করি। কেরালা এই সাম্যবাদেরই দৃষ্টান্ত।’