আন্তর্জাতিক ২২ মার্চ, ২০২৩ ০২:১১

সেই যুবক 'মাকে ঘুরিয়েছেন' পৃথিবীর ৪৭টি দেশে 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

তুষার আহম্মেদঃ এটি একটি জীবন সংগ্রামের গল্প বললেও কম বলা হবে। বাসন মাজা তরুণটি যেভাবে কোটিপতি হলেন তা আসলেই আমাদের সমাজের দর্পণ হিসেবে কাজে আসবে। চলুন তাহলে আজ জেনে নেই কিভাবে শুরু করেছিলেন তিনি। 

বলছি রেডস্কাই হোমস গ্রুপের মালিক তেজিন্দর সিং শেখনের কথা। পাঞ্জাবের এই তরুণ লুধিয়ানা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষে ২০০২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যে তেজিন্দর রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠানের নাম রেডস্কাই হোমস গ্রুপ। এই প্রতিষ্ঠান লন্ডনের আশপাশে ৩০ থেকে ৫০টি ফ্ল্যাট নির্মাণ করে। পরে সেগুলো ভাড়া দেয়। 

তার এই সফলতার গল্পটা সিনেমাকেও হার মানাবে। জানা যায়, জীবনের প্রয়োজনে তিনি যখন যুক্তরাজ্যে পাড়ি জমান, তখন বয়স মাত্র ২২। টিকে থাকার জন্য শুরুতে একটি রেস্তোরাঁয় শ্রমিক হিসেবে বাসন মাজার কাজ নিয়েছিলেন। এরপর ভ্যানচালক হিসেবে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলেছেন। একসময়ের বাসন মাজা সেই টগবগে তরুণটি এখন যুক্তরাজ্যে ৬০০ কোটি রুপির সম্পদের মালিক। কেবল বাসাভাড়া থেকেই তাঁর প্রতি মাসে আয় ৩১ কোটি রুপি। 

রিয়েল এস্টেট ব্যবসা শুরুর আগে তেজিন্দর মদের ব্যবসা করেছেন। এই ব্যবসা সফল হলেও তিনি কখনো মদ্যপান করেননি। পরে এই ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন তিনি। উদ্দেশ্য ছিল, এতে ছেলের সঙ্গে একটু বেশি সময় কাটানো যাবে।

একসময় অনেক কষ্টে দিন পার করা তেজিন্দর এখন বিলাসবহুল জীবন যাপন করেন। যুক্তরাজ্যে এখন তাঁর নিজের পাঁচ হাজার বর্গফুট আয়তনের বাংলো আছে। মাকে নিয়ে ঘুরেছেন পৃথিবীর ৪৭টি দেশে।

তাঁর জীবনে প্রথম আয় ছিল ১ হাজার ২০০ রুপি। তিনটি বাছুর বিক্রি করে তিনি এই অর্থ পেয়েছিলেন। আর তাঁর বোনেরা সংসারে একটু আয় বাড়াতে কাপড় সেলাইয়ের কাজ করতেন। ১৯৯৭ সালে তিনি কলেজের গণ্ডি পার করেন।

আমাদের কাগজ/এমটি