আন্তর্জাতিক ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৫৯

পশু বলি বন্ধে হাইকোর্টের নির্দেশ

ডেস্ক রিপোর্ট।। 

ভারতের ত্রিপুরা রাজ্যের সকল মন্দিরে পশু বলি প্রথা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্যটির হাইকোর্ট। সাবেক এক বিচারপতির করা জনস্বার্থ মামলার রায়ে গতকাল ২৭ সেপ্টেম্বর, শুক্রবার এই রায় দেয়া হয়।

রাজ্যে বলি প্রথা নিষিদ্ধ করতে গতবছর হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন সাবেক বিচারপতি সুভাষ ভট্টাচার্য। এরই প্রেক্ষিতে শুক্রবার বলি প্রথা বন্ধের নির্দেশ দিয়ে রায় দেন বিচারপতি সুভাশীষ তোলাপাত্রের ডিভিশন বেঞ্চ। ভারতীয় সংবাদ মাধ্যম মহানগরের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজ্যটির বিখ্যাত ত্রিপুরেশ্বরী মন্দির, দুর্গাবাড়িসহ নানা মন্দিরে দুর্গা পূজা, কালী পূজায় পশু বলি হয়। মানবিকতার প্রশ্নে এসব মন্দিরে নিরীহ পশু বলি বন্ধ হওয়া উচিত বলে মামলার আরজিতে উল্লেখ করেন বিচারপতি সুভাষ। তার এই মামলার ব্যাপারে সরকারের কাছে জবাব চায় হাইকোর্ট।

ত্রিপুরা সরকার বারবার জবাব দেয়ার সময় পরিবর্তন করে। কিন্তু এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি তারা। মামলাটি দায়েরের এক বছরের মাথায়ই বলি প্রথা বন্ধের নির্দেশ নিয়ে রায় দিয়ে দেন ত্রিপুরা হাইকোর্ট।

রাজ্যের বিভিন্ন মন্দিরে নানা পূজায় পশু বলি প্রথা চলছে যুগ যুগ ধরে। এর আগে বলি বন্ধ চেয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধীও রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলেন। কিন্তু কোনো উদ্যোগই নেয়নি তারা।