আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে রাজধানী ইসলামাবাদের আদালতে হাজিরা দেওয়ার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার আইনজীবী।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে হেফাজতে নেন দেশটি আধাসামরিক রেঞ্জার্সের সদস্যরা। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক বিষয়টি নিশ্চিত করেন।
ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার আলি গোহার অভিযোগ করেছেন, রেঞ্জার্স সদস্যরা গ্রেপ্তারের সময় পিটিআই প্রধানকে নির্যাতন করেছেন। স্থানীয় মিডিয়াকে তিনি এমন অভিযোগ করেছেন।
তিনি দাবি করেছেন, ইমরান খানের মাথায় আঘাত করা হয়েছে এবং তিনি পায়েও আঘাত পেয়েছেন। গোহার জানান, ইমরান খানকে গ্রেপ্তারের সময় তিনি এবং আলি বুখারি সেখানে হাজির ছিলেন।
রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান, আইএইচসি-এর গেটে প্রবেশের কিছুক্ষণের মধ্যে আধাসামরিক বাহিনীর দল ও সাঁজোয়া বাহিনী গাড়ি তার পেছন পেছন যায়। এরপর কড়া নিরাপত্তার অধীনে ইমরানকে আকস্মিক তুলে নেওয়া হয় এবং সাঁজোয়া যান দিয়ে আদালতের গেট বন্ধ করে দেওয়া হয়।
আমাদেরকাগজ/এইচএম






















