আন্তর্জাতিক ১ অক্টোবর, ২০১৯ ০৯:০২

স্বামী ও প্রেমিকাকে ল্যাম্পপোস্টে বেঁধে নির্যাতন করলেন স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক।।

ঘরে স্ত্রীকে সময় না দিয়ে পরকীয়ায় লিপ্ত স্বামী। স্ত্রীও বেশ কয়েকদিন যাবত নজরে নজরে রেখেছিলেন স্বামীকে। এরপর পরকীয়ায় লিপ্ত থাকা স্বামীকে প্রেমিকার সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন তার স্ত্রী। এরপরই প্রেমিকাকে বেদম পিটুনি দিয়েছেন ওই নারী।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নারায়ণগঞ্জের মোহনবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই স্ত্রীর নাম মণিকা সরকার। সন্ধ্যায় স্বামী ঘর থেকে বের হলে তার পিছু নেন তিনি। বাসা থেকে কিছুদূর একটি জুতার শোরুমে স্বামীসহ ওই প্রেমিকাকে  হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী মণিকা।

এরপর ওই প্রেমিকাকে একটি ল্যাম্পপোস্টে বেঁধে ফেলেন মণিকা। দুজনকে বেধড়ক পিটুনি দেন। অবস্থা বেগতিক দেখে কোনোমতে পালিয়ে বাঁচেন  স্বামী নারায়ণ।