আন্তর্জাতিক ২০ জুন, ২০২৩ ০১:০৯

‘র’-এর নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আইপিএস কর্মকর্তা রবি সিনহা। তিনি বর্তমান প্রধান কুমার সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হবেন।

রবি সিনহা ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস কর্মকর্তা। তিনি বর্তমানে ‘র’-এর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সাত বছর ধরে তিনি অপারেশনাল বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন। সামন্ত গোয়েলের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। এরপরের দুই বছরের জন্য ‘র’-এর প্রধানের দায়িত্ব নেবেন রবি সিনহা। শিখ চরমপন্থা ও মণিপুরে জাতিগত সহিংসতা যখন মাথাচাড়া দিয়ে উঠেছে তখন তিনি এ দায়িত্ব নিচ্ছেন তিনি। এ দুটি বিষয়ই তার আশু চ্যালেঞ্জ হবে।

এর মধ্যে জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল ও বামপন্থি চরমপন্থিদের নিয়ে রবি সিনহার কাজ সবার দৃষ্টি কেড়েছে। ঘটনাক্রমে ‘র’-এর প্রতিপক্ষ গোয়েন্দা ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার ব্যাচমেট তপন দেকা। গোয়েন্দা ব্যুরো অ্যভন্তরীণ গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করে। রবি সিনহা শীর্ষ পদে দায়িত্ব নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ‘র’-কে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমান ‘র’ প্রধান সামন্ত গোয়েল পাঞ্জাব ক্যাডারের ১৯৮৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা। তিনি ২০০১ সালে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে যোগ দিয়ে ২০১৯ সালে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর চাকরির মেয়াদ বাড়িয়ে চার বছর এ পদ সামলান। পুলওয়ামা হামলার জবাবে ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে ভারতের সফল বিমান হামলার পরিকল্পনার কৃতিত্ব তারই। সূত্র : এনডিটিভি

 

আমাদের কাগজ/টিআর