আন্তর্জাতিক ২৮ জুলাই, ২০২৩ ০৪:৪৭

বিমানে নারীকে যাত্রীকে যৌন হেনস্তা, অধ্যাপক গ্রেপ্তার  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমাদের কাগজ ডেস্ক: দিল্লি-মুম্বাই ফ্লাইটে এক নারীকে যৌন হেনস্তার অভিযোগে ৪৭ বছর বয়সী এক অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, ২৪ বছর বয়সী এক নারী অভিযোগ তুলে ওই অধ্যাপককে বিরুদ্ধে। শুক্রবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।  

পুলিশ জানায়, গত বুধবার দিল্লি থেকে ভোর সাড়ে ৫টার বিমানে যাত্রা করেন ২৪ বছর বয়সী এক নারী চিকিৎসক। তিনি দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন। সেই বিমানেই তার পাশে আসনে বসেছিলেন ৪৭ বছরের এক অধ্যাপক। 

নারী যাত্রীর অভিযোগ, বিমান অবতরণের কিছুক্ষণ আগে আপত্তিকর ভাবে তার শরীরে হাত দেন  অধ্যাপক। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান তিনি। কিন্তু অধ্যাপক পাল্টা অভিযোগ করেন, নারী যাত্রী মিথ্যাচার করছেন। 

পরে ওই যুবতী বিমানের ক্রু মেম্বারদের ডেকে তার সমস্যার কথা জানান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুম্বাইয়ে বিমান পৌঁছতেই সাহার থানায় যান ওই নারী। তার লিখিত অভিযোগের ভিত্তিতে অধ্যাপককে গ্রেপ্তার করে পুলিশ।

তাকে আদালতে পেশ করা হলে অবশ্য জামিন পেয়ে যান তিনি। তবে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় অত্যন্ত বিরক্ত এবং একইসঙ্গে হতাশ ওই নির্যাতিতা। তবে তাকে সুবিচারের আশ্বাস দিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি 

আমাদেরকাগজ/এমটি