ডেস্ক রিপোর্ট
সৌদি আরব নিরপরাধ মানুষের রক্তপাত বন্ধ করলেই দেশটির সাথে আলোচনায় বসতে পারে ইরান। মঙ্গলবার ঠিক এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
বলেন আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে প্রতিবেশীদের সহযোগিতা করতে পুরোপুরি প্রস্তুত তেহরান। তবে তার আগে সোদি আরবকে নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। গত মাসে সৌদি আরবের দুইটি তেল স্থাপনায় হামলার পর তেহরান-রিয়াদ উত্তেজনা চরমে পৌঁছে। ইয়েমনের হুতি বিদ্রোহীরা ঐ হামলার দায় স্বীকার করলেও এরজন্য ইরাকেই দায়ি করে আসছে সৌদি আরব ও এর মিত্ররা।






















