ফিলিস্তিনের ইসলামী যোদ্ধারা ইসরাইলের একটি আধুনিক প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে। গাজা থেকে হামাসের তথ্যকেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তাদের যোদ্ধাদের গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়।
ইসরাইল ডিফেন্স ফোর্স এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে, গাজার উত্তরে তাদের ড্রোনটি ভূপাতিত হয়েছে।
তবে ড্রোনটি নজরদারি ড্রোন। এটি কোন অস্ত্র বহন করে না। যদিও কী উদ্দেশ্যে ড্রোনটি সেখানে পাঠানো হয়েছিল তা তারা উল্লেখ করেনি। আর ড্রোনটির নামও প্রকাশ করা হয় নি।
ইসরাইল মাঝেমধ্যেই ফিলিস্তিনের গাজায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায়।
শুক্রবারও(২ আগস্ট) গাজা সীমান্তে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। ইসরাইলের দখলে থাকা নিজেদের ঘর-বাড়ী ও ভূমি ফিরে পেতে গত বছরের মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে গাজাবাসীরা।



















