ডেস্ক রিপোর্ট।।
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুখ আব্দুল্লাহর দুই মেয়ে, বোনসহ বেশ কয়েকজন নারী মানবাধিকার কর্মীকে আটক করেছে পুলিশ। বিশেষ সুবিধা বাতিলের প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ সমাবেশ থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার সকালে শ্রীনগরের লালচকের পাশে প্রতাপ পার্কে বিক্ষোভ সমাবেশে অংশ নেন কয়েকশো নারী। তারা সরকার বিরোধী নানা প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেয়। পরে পুলিশ এসে ডজনখানেক নারীকে আটক করে।
আটককৃতদের মধ্যে সাবেক বিচারপতি বশির আহমেদের স্ত্রী ও বেশ কয়েকজন মানবাধিকার কর্মীও রয়েছে।
এদিকে দীর্ঘদিন পর জম্মু কাশ্মিরে মোবাইল সার্ভিস সচল হলেও এবার বন্ধ করে দেয়া হয়েছে এসএমএস সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকেই বন্ধ রয়েছে এ সার্ভিস। কর্তৃপক্ষ জানায়, পূর্বসচেতনতা থেকেই এসএমএস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।






















