ডেস্ক রিপোর্ট।।
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে প্রতি বছর অপুষ্টির কারণে মারা যায় অন্তত ৬৯ শতাংশ শিশু। যাদের বয়স পাঁচ বছরের নিচে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের একটি প্রতিবেদনে।
আজ শনিবার (১৯ অক্টোবর) ইউনিসেফের প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ‘ইস্ট কোস্ট ডেইলি’ পত্রিকাসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
ইউনিসেফ প্রকাশিত ‘দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস চিলড্রেন-২০১৯’ নামক এই প্রতিবেদনে শিশু মৃত্যু নিয়ে আরও বেশ কিছু শিউরে যাওয়ার মতো তথ্য উঠে এসেছে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাত্র ২১ শতাংশ শিশুর খাদ্য তালিকায় সুষম খাবার রয়েছে। যে কারণে অধিকাংশ শিশুই নানা ধরনের জটিল রোগে ভোগে। আর এদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়।



















