আন্তর্জাতিক ডেস্ক।।
কাশ্মির ইস্যূকে কেন্দ্র করে ভারতের সব রাজ্যে নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সোমবার(৫ আগস্ট) সকালে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় কাশ্মীরকে দেয়া বিশেষ সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ সোমবার(৫ আগস্ট) সর্বোচ্চ নিরাপত্তার এ নির্দেশ জারি করেন।
নির্দেশনা জারির পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব রাজ্যে সতর্ক বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিভিন্ন রাজ্যে বসবাসকারী জম্মু-কাশ্মীরের বাসিন্দা এবং শিক্ষার্থীদের প্রতি বিশেষ খেয়াল রাখারও নির্দেশ দেয়া হয়েছে এ বার্তায়।






















