আন্তর্জাতিক ৩০ অক্টোবর, ২০১৯ ০৯:০১

নতুন করে ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক।।

দূর্নীতি, অনিয়ম ও বেকারত্বের ইস্যূতে ইরাকে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নতুন করে আরো অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো শতাধিক।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানী বাগদাদে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার মানুষ।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের আবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ছেন কর্তৃপক্ষ।

এর আগে, সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টা থেকে শহরজুড়ে কারফিউ জারি থাকবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়। নাগরিক সেবাসহ, অবিলম্বে বেকার সমস্যা নিরসনে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করে আসছে ইরাকের জণগন।

আন্দোলনে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।