আন্তর্জাতিক ডেস্ক।।
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি সরকারের অভিযোগ, ওমর আবদুল্লাহ, সাজিদ লোন ও মেহবুবা মুফতির মত নেতারা কাশ্মীরের স্বায়ত্বশাসনের অধিকার সংবলিত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর সরকার বিরোধী কার্যক্রম চালাচ্ছে। তার ধারাবাহিকতায় রবিবার(৪ আগস্ট) সন্ধ্যায় মেহমুবা মুফতিকে ও সোমবার(৫ আগস্ট) ওমর আবদুল্লাহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের আগে সোমবার সকালে অমিত শাহের ঘোষণার পরেই, ওমর আব্দুল্লাহ বলেন, “৩৭০ এবং ৩৫এ ধারার অবলুপ্তি রাজ্যের স্বাভাবিক বিষয় নিয়ে প্রশ্ন তোলে, কারণ, ধারায় বিবৃত করা শর্ত অনুযায়ী, এটা করা হয়েছিল। এই সিদ্ধান্ত একতরফা, অবৈধ এবং অসাংবিধানিক, এবং ন্যাশনাল কনফারেন্স একে চ্যালেঞ্জ জানাবে। সামনে বড় এবং কঠিন লড়াই।” আর এইদিকে দিনটিকে, “সবচেয়ে অন্ধকারময়” বলে মন্তব্য করেছেন ও পাশাপাশি “অশুভ” পদক্ষেপের অভিযোগ তোলেন মুফতি।
উল্লেখ্য এর আগে এই দুইজনই পুর্বে কাশ্মীরের মূখ্যমন্ত্রী ছিলেন।



















