আন্তর্জাতিক ৫ নভেম্বর, ২০১৯ ০৩:২৭

বিদেশি গরু মা নয়, আন্টি!

ডস্ক রিপোর্ট।।

‘বিদেশ থেকে আনা গরু ‘হাম্বা’ ডাকে না। যে ‘হাম্বা’ আওয়াজ করে না, সে গোমাতা নয়, ওটা আন্টি, আন্টির পুজো করে দেশের কল্যাণ হবে না’

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “বিদেশ থেকে যে গরু আনা হয়, তা ‘হাম্বা’ আওয়াজ করে না। যে ‘হাম্বা’ ডাকে না, সে গরু গোমাতা নয়, ওটা আন্টি। আন্টির পুজো করে দেশের কল্যাণ হবে না।”

সোমবার (৪ নভেম্বর) বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ এবং গাভীকল্যাণ সমিতি’র সভায়  এ কথা বলেন তিনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার। 

 এসময় গরুর দুধে সোনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়।” এ বক্তব্যের কারণ বিশ্লেষণ করে তিনি বলেন, “দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি থাকে। সূর্যের আলো পড়লে, সেখান থেকে সোনা তৈরি হয়।”