আন্তর্জাতিক ৬ নভেম্বর, ২০১৯ ১০:৪১

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাক নৌবাহিনী

ডেস্ক রিপোর্ট।।

পাক নৌবাহিনী ভূমি থেকে সাগরে নিক্ষেপণযোগ্য মাঝারী পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিখঁতভাবে আঘাত হেনেছে। মূলত আরব সাগরে এ পরীক্ষা চালানো হয়।

নির্মাণ থেকে পরীক্ষা পর্যন্ত সকল পর্যায় সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান। তিনি আরও বলেন, তার বাহিনী শত্রুর যে কোনো বিদ্বেষী তৎপরতা মোকাবেলার ক্ষমতা রাখে। মাতৃভূমি রক্ষায় তারা সদাপ্রস্তুত রয়েছেন।

অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি বলেন, নয়া ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৭০০ কিলোমিটার এবং সাগর শত্রুর জাহাজ ধ্বংসের লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে ব্যাপক উত্তেজনার মধ্যেই পাকিস্তান এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। যুদ্ধের আশঙ্কায় দু'টি দেশই বহু বছর ধরে এক ধরণের অস্ত্র প্রতিযোগিতা চালিয়ে আসছে।