আন্তর্জাতিক ৭ নভেম্বর, ২০১৯ ০৮:২২

আমেরিকায় হোয়াইট সুপ্রিমিস্ট নেতার মৃত্যুদন্ড কার্যকর

ডেস্ক রিপোর্ট।।

টেক্সাসে বুধবার (৭ নভেম্বর) শ্বেতাঙ্গ উগ্রবাদী চক্রের সাবেক এক নেতার মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ২০০২ সালে এল পাসোর কাছে এক নারীকে হত্যার দায়ে তার এ দন্ড কার্যকর করা হলো। 

টেক্সাসের হান্টসভিল কারাগারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ৩৮ বছর বয়সী জাস্টেন হলের মৃত্যুদ- কার্যকর করা হয়।

এল পাসো উপকণ্ঠে ২৯ বছর বয়সী এক নারীকে গলা টিপে হত্যার দায়ে ২০০৫ সালে হলকে মৃত্যুদন্ড দেয়া হয়। পরে ওই নারীর লাশ নিউ মেক্সিকোর পার্শ্ববর্তী মরুভূমিতে পুঁতে রাখা হয়।

টেক্সাসের হান্টসভিল কারাগারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ৩৮ বছর বয়সী জাস্টেন হলের মৃত্যুদ- কার্যকর করা হয়।

এল পাসো উপকণ্ঠে ২৯ বছর বয়সী এক নারীকে গলা টিপে হত্যার দায়ে ২০০৫ সালে হলকে মৃত্যুদ- দেয়া হয়। পরে ওই নারীর লাশ নিউ মেক্সিকোর পার্শ্ববর্তী মরুভূমিতে পুঁতে রাখা হয়।

আদালতের রায়ে বলা হয়, হলের চক্র ‘আরিয়ান সার্কেল’ পরিচালিত অবৈধ মাদক তৈরীর কারখানার কথা ফাঁস করে দেয়ার হুমকি দেয়ায় এ নারীকে হত্যা করে।

সূত্রঃ এএফপি।