আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতে চাকরি করা অবস্থায় কোনো সরকারি চাকরিজীবী যদি মারা যান এবং তার পরিবারের কেউ যোগ্য হলে তাকে সেই চাকরি সাধারণত দেওয়া হয়ে থাকে। এই সুযোগকে কাজে লাগাতে সরকারি চাকরি করা বাবাকে খুন করল ছেলে।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে দেশটির ছত্রিশগড়ের জসপুর জেলার সান্না গ্রামে।
সান্না গ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতেন মহাবির সাই নামের এক ব্যক্তি। গত রবিবার (১০ নভেম্বর) গ্রামের নিকটবর্তী জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মহাবিরের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
মহাবিরের মৃত্যু নিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা তদন্ত করে দেখেছি এই সপ্তাহে অবসর নিতেন মহাবির। তার ছোট ছেলে জীবন সাইকে জিজ্ঞাসাবাদ করার সময়, খুন করেছে বলে স্বীকার করে। জীবন জানায়, সরকারি চাকরি পেতেই বাবাকে খুন করেছে। সেই খুনে আরো দু’জন তাকে সাহায্য করেছিল।



















