আন্তর্জাতিক ১৫ নভেম্বর, ২০১৯ ০৬:০৮

হংকংয়ে সংঘর্ষে আরও একজন নিহত

ডেস্ক রিপোর্ট।। 

হংকংয়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষে আরও একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার মুখোশধারী বিক্ষোভকারীদের ইটের আঘাতে ৭০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। দুপুরের খাবার খাওয়ার সময় বের হয়ে তিনি সংঘর্ষের মধ্যে পড়ে যান। সহিংসতার কারণে বৃহস্পতিবার হংকংয়ে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়।  

এর আগে, গত সপ্তাহে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর বিক্ষোভ আরও জোরদার হয়।

এদিকে, হংকং পুলিশের প্রতি সমর্থন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সহিংসতা বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনাই হংকংয়ের জন্য এখন সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।