আন্তর্জাতিক ২৫ নভেম্বর, ২০১৯ ০১:১০

ফ্রান্স ও ইতালিতে ভয়াবহ বন্যায় ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ।।

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে ও ইতালিতে কয়েক দিনের টানা মৌসুমি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে ডুবে ফ্রান্সে চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইতালিতে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছে কয়েকশো বাসিন্দা।

আল্পস-ম্যারিটাইমস অঞ্চলে শুক্রবার থেকে প্রবল বৃষ্টিতে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের বেশ কয়েকটি নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়। বন্যায় ওই অঞ্চলের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে ইতালির অর্ধশতাধিক জায়গায় ভূমিধস দেখা দিয়েছে । নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে লিগুরিয়া অঞ্চলের শতাধিক বাসিন্দাকে। তবে এখনো ৮০০ বাসিন্দা বন্যার পানিতে আটকা পড়ে আছে। রোববার ভূমিধসে সাভোনা শহরের একটি সেতু ধসে কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।