আন্তর্জাতিক ১ অক্টোবর, ২০২০ ০৩:৩৯

ইতালির উদ্দেশ্যে বসনিয়ার জঙ্গলে একদল বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

ইতালিসহ ইউরোপের দেশগুলোতে ঢোকার জন্য বসনিয়া-হার্জেগোভিনার জঙ্গলে বাংলাদেশিসহ কয়েকশ মানুষ আশ্রয় নিয়েছে তারা খোলা আকাশের নিচে প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে মানব পাচারের শিকার হয়ে এই সপ্তাহে স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয় এর মধ্যেই বুধবার রয়টার্স আটকে পড়া অভিবাসীদের খবর প্রকাশ করল

বসনিয়া-হার্জেগোভিনা হয়ে ক্রোয়েশিয়া অতিক্রম করে স্লোভেনিয়াকে ব্যবহার করা হচ্ছে ইউরোপে ঢোকার রুট হিসেবে মধ্য ইউরোপের পাশাপাশি তিনটি দেশ হয়ে অড্রিয়াটিক সাগর পাড়ি দিলেই ইতালি

রয়টার্সের ওই খবরে বলা হয়, ক্রোয়েশিয়া সীমান্তে ভেলিকা ক্লাদুসা শহর সংলগ্ন বনে একটি পরিত্যক্ত কারখানা ভবনে আশ্রয় নিয়েছে ওই লোকজন তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, মরক্কো, আলজেরিয়ার নাগরিকরা রয়েছে

বুধবার সকালে তাদের আগুন ধরিয়ে শীত পোহাতে রান্না করতে দেখা গেছে রাতে থাকার জন্য পলিথিন দিয়ে তাঁবুও খাটিয়েছে তারা

তাদের মধ্যে বাংলাদেশি মোহাম্মদ আবুল রয়টার্সের সাংবাদিককে বলেন, 'এখানে অনেক সমস্যা পানি, টয়লেট এবং কোনো চিকিৎসার বন্দোবস্ত নেই'

বসনিয়ার সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা আজুর স্লিভিচ রয়টার্সকে বলেন, 'সার্বিয়া হয়ে দ্রিনা নদী পেরিয়ে আসছেন এই অভিবাসীরা আসছে এই নদীটির প্রায়ই উত্তাল হয়ে ওঠে ফলে  নৌকা ডুবে অনেকেই মারা যায়'

বসনিয়া সীমান্তের পরিত্যক্ত ভবনটিতে আশ্রয় নেওয়া অভিবাসীদের মধ্য থেকে ৫০ জন মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়া সীমান্তে ঢুকতে রওনা হয় কিসের স্বপ্নে তারা মৃত্যু ঝুঁকি নিয়ে চলছেন তা বোঝা গেল একজনের হর্ষধ্বনিতে বললেন, 'ইতালি, আসছি তোমার কাছে