বিনোদন ২৩ অক্টোবর, ২০২০ ০৯:১৮

'মা' হয়েছেন বুবলি, বাবা কে?

শাকিব খান ও বুবলি

শাকিব খান ও বুবলি

শিলা আক্তার মৌ 
বুবলি, ঢালিউডের এক চেনা মুখ। পুরো নাম শবনম ইয়াসমিন বুবলি। সংবাদ পাঠিকা থেকে হয়েছেন চিত্রনায়িকা। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ আট মাস তার দেখা নেই। তিনি দেশে আছেন না বিদেশে তাও কেউ জানেন না। এর মধ্যে চলচ্চিত্র অঙ্গণে গুঞ্জন উঠেছে, বুবলি 'মা' হয়েছেন, বাবা শাকিব খান। এই বিষয়টি গোপন রাখতেই বুবলিকে বিদেশে পাঠিয়েছেন শাকিব।

গত ১৪ ফেরুয়ারি ঢাকাই চলচ্চিত্রে 'বীর' মুক্তি পায়। এই দিন রাজধানীর একটি সিনেমা হলে বুবলিকে নিয়ে হাজির হয়েছিলেন শাকিব খান। কিন্তু বুবলিকে দেখে অনেকেই অন্তঃসত্ত্বা মনে করেন। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়। এরপর থেকেই বুবলি লাপাত্তা। তবে আত্মগোপনে যাওয়ার আগে বুবলি এই বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি তখন দাবি করেছিলেন, পোশাক আর ক্যামেরার জন্যই তাকে অনেকটা মোটা লাগছিল। তার সঙ্গে শাকিক খানের এই ধরণের সম্পর্ক নেই। 

বুবলির এমন কথার পর বিষয়টি থেমে গিয়েছিল। কিন্তু দীর্ঘদিন তিনি চলচ্চিত্রপাড়ায় না যাওয়ায় এ নিয়ে ফের কথা উঠেছে। সবার একই প্রশ্ন, বুবলি এখন কোথায়? কি করছেন? কেনইবা সে লোকসম্মুখে আসছেন না! বুবলিকে নিয়ে গণমাধ্যম কর্মীদের একটাই অভিযোগ, মুঠোফোনে পাওয়া যায় না তাঁকে। কেন সাংবাদ কর্মীদের এড়িয়ে চলেন বুবলি? তাহলে কি গুঞ্জনই সত্যি?

মূলত এসবের শুরু হয় শাকিব খানকে ঘিরে। কেননা একের পর এক সিনেমায় জুটি বাঁধেন তাঁরা। বুবলির ১২টি সিনেমার মধ্যে ১১টিতেই হিরো ছিলেন শাকিব খান। কাজ ও কাজের বাইরে যেখানেই শাকিব খানকে দেখা যায়, সাথেই থাকেন বুবলি। শাকিব খান যদি অন্য নায়িকাদের সাথে কাজ করতে দেশের বাহিরে যান, সেখানেও সাথে যান বুবলি। শাকিব ও অপু বিশ্বাসের বিচ্ছেদের কারণ হিসেবেও কেউ কেউ দায়ী করেন বুবলিকে।

২০১৬ সালে বসগিরি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বুবলির। নবীব অভিনয়শিল্পী হিসেবে 'বসগিরির' জন্য মেরিল প্রথম আলো পুরস্কারও অর্জন করেছেন। বুবলী সর্বশেষ নায়ক নিরবের বিপরীতে 'ক্যাসিনো' ছবিতে কাজ করেছেন।