বিনোদন ১ নভেম্বর, ২০২০ ০১:৫৬

তাহসান নয়, সৃজিতের সংসারেই সুখ দাবি মিথিলার

বিনোদন ডেস্ক  

মডেল, উপস্থাপক ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার শোবিজ ক্যারিয়ার তার দীর্ঘদিনের। দেশের অন্যতম জনপ্রিয় তারকা তিনি। কিন্তু গত দুবছর তিনি ক্যারিয়ারের সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন।

সেই সমালোচনার মাত্রা বেড়েছে পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পিড়িতে বসার পর। মিথিলা এখন স্বামীর সঙ্গে কলকাতায় অবস্থান করছেন। তার সঙ্গে আছে সন্তান আইরা।

সম্প্রতি গণমাধ্যমকে  তার বর্তমান অবস্থা জানাতে গিয়ে বলেন,

এ অভিনেত্রী জানান ‘শোবিজ আমার কাছে এখন শুধু শখের জায়গা। পেশায় আমি একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার। তাই বলে আমি শোবিজকে খুব বেশি মিস করছি তা কিন্তু নয়। আমার দিন সাধারণভাবেই কাটছে। কলকাতা আমার কাছে নতুন শহর নয়, কিন্তু নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। টানা নতুন পরিবেশে থেকে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে।

কলকাতায় থাকার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, ‘বিয়ের পরই লকডাউনের জন্য অনেক দিন স্বামীর কাছ থেকে দূরে থাকতে হয়েছে (হা হা হা) তাই সুযোগ খুঁজছিলাম কবে আমরা আবার একসঙ্গে হতে পারব। সুযোগ পেয়েই কলকাতা চলে এসেছি। সংসার করতে গেলে একসঙ্গে থাকাটা জরুরি। সৃজিত কলকাতায় তার কাজে ভীষণ ব্যস্ত। তাই তাকে ঢাকায় সেটেল হতে বলিনি। আমি বিবেচনা করে দেখলাম, আমার পক্ষেই কলকাতা গিয়ে থাকা সহজ।  

y

মিডিয়া আর কাজ নিয়ে তিনি জানান, ‘বললাম না, জীবনের কিছু কিছু ক্ষেত্রে আপনাকে চুজ করতে হয়, কোনটি বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন কাজ আর সংসারকেই চুজ করেছি।

আইরার সঙ্গে বাবা তাহসানের দূরত্ব বাড়বে কি না জানতে চাইলে তিনি জানান, ‘আইরার বাবার মন-মানসিকতা সম্পর্কে তার ভক্তরা জানেন। আইরার ব্যাপারে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা দুজনই সমান গুরুত্বপূর্ণ। ফলে কোনো সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। আইরাকে নিয়ে কলকাতায় থাকার সিদ্ধান্তটাও আমরা পরিকল্পনা করেই করেছি। বিষয়টি নিয়ে আমরা খুবই এক্সাইটেড।’