বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল প্রার্থনা ফারদিন দীঘি ও জয়া আহসানের একটি কোলাজ ছবি। যেখানে দেখা যাচ্ছে জয়া আহসানের কোলে শিশু দীঘি। আরেকটি যুক্ত করা ছবিতে দেখা যাচ্ছে দীঘির বর্তমান ছবি আর জয়া আহসানের বর্তমান ছবি । ধারনা করা হয় সে ছবিটি ১৫ বছর পূর্বের।
সেটাকে ঘিরেই সাধারন মানুষের যত কথা। সে ছবির কমেন্ট বক্স দেখে অবাক হওয়া ছাড়া উপায় নাই। ছবিটা হয়ত ট্রোল করার জন্য বানানো হয়েছে কিংবা কারো মাথায় তাদের বর্তমান পার্থক্যের চিন্তা মাথায় এসেছে।
সেই শিশু শিল্পী থেকে দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা।ইতোমধ্যে ‘টুঙ্গি পাড়ার মিয়া’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি।এছাড়া ‘তুমি আছো, তুমি নেই’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

এ তো গেল দীঘির প্রসঙ্গ, দীঘি ব্যস্ত নায়িকা এখন। কিন্তু যার কোলে চড়ে দীঘি অভিনয় করেছিলেন, সেই জয়া আহসান এখন কেমন আছেন? যারা গল্পের মতো এসব শুনবেন হয়তো জয়া বা দীঘির খবর রাখেননি, তারা এই গল্পের শেষটা টেনে দেবেন এভাবেই- জয়া আহসান নিশ্চই অভিনয় ক্যারিয়ার শেষ করে ফেলেছেন কিংবা মা-দিদিমার চরিত্রে অভিনয় করছেন। বিস্ময়কর হলেও সত্য জয়ার তারুণ্যে ভাটা পড়েনি বিন্দুমাত্র। বরঞ্চ নেটিজেনরা খুঁজে বের করছেন যে জয়ার বয়স ক্রমশ কমছে।
অভিনয়ে জয়া আহসান যেন মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন।এপাড় বাংলা থেকে শুরু করে উপাড় বাংলা। জয়া এখন যেন একজন সফল অভিনেত্রী। তাঁর তারুণ্যের কথা না বললেই নয়।

তারকাদের বয়স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহের শেষ নেই।এ নিয়ে চলে আলোচনা সমালোচনা।






















