বিনোদন ১৪ নভেম্বর, ২০২০ ১১:২২

আজিজুল হাকিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গত ৯ নভেম্বর করোনা রিপোর্ট পজিটিভ আসে এই অভিনেতার।

গত সপ্তাহের শুরুতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হন আজিজুল হাকিম। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরদিন লাইফ সাপোর্টে নেয়া হয়।

a

উপস্থাপক আনজাম মাসুদ জানান, অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তার শ্বাসকষ্ট কমেছে। তিনি এখন নিজ থেকে অক্সিজেন নিতে পারছেন। সন্ধ্যার মধ্যে তার জ্ঞান ফিরতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন।