বিনোদন ১৬ নভেম্বর, ২০২০ ১০:৫০

সৌমিত্রের তথ্যচিত্রের কী হবে?  

বিনোদন ডেস্ক

অপু মানেই সৌমিত্র যিনি সত্যজিৎ রায়ের সিনেমার চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন সে মানুষটি ছিলেন অভিনয়ের জন্য পাগল। মানুষটি হাসপাতালে যাওয়ার আগেও শুটিং ফ্লোরে ছিলেন নিয়মিত কিন্তু তাঁর নিজের জন্য বানানো তথ্যচিত্রটি রয়ে গেলো অসম্পূর্ণ

১৭ মার্চ। করোনার আবহের আগে তখনো বন্ধ হয়নি ছবির শুটিং। ঠিক সেই সময় শুটিং করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবির নাম ‘অভিযান’। অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এই নামেই তৈরি করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। তবে করোনার কারণে ছবির শুটিং আটকে যায়। তবে ফের শুটিং শুরু হয় জুলাইয়ের শেষ সপ্তাহে। শুটিং ফ্লোরে মাস্ক পরেই নিয়মিত উপস্থিত থাকতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। লাইট, অ্যাকশন, সাউন্ডের আওয়াজে সব কিছু ভুলে তিনি পরিচালকের বাধ্য অভিনেতা! এই ছবির শুটিং শেষ করে যেতে পেরেছেন সৌমিত্র। অভিযান ছবিতে সৌমিত্রের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

তবে বাকি রয়ে গেলো তাকে নিয়ে বানানো এক তথ্যচিত্র। এই তথ্যচিত্র রয়ে গেলো অসম্পূর্ণ-ই! এই তথ্যচিত্রের কিছুটা অংশ অবশ্য শুটিং হয়েছিল। দিনটা ছিল ৭ অক্টোবর। এর পরেই খবরে আসে অসুস্থ হয়েছেন তিনি। করোনায় আক্রান্ত। আর তথ্যচিত্রে ফেরা হলো না তার।

কখনো রোমান্টিক নায়ক। কখনো লড়াই করা মধ্যবিত্ত যুবকের চরিত্রে সৌমিত্র বাঙালির ঘরে জায়গা করে নিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বাণিজ্যিক ছবি থেকে অন্য ধারার ছবিতেও সমান ভাবে ছাপ ফেলেছিলেন সৌমিত্র। তবে সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয়ই তাকে গোটা বিশ্বে জনপ্রিয় করেছিল সবচেয়ে বেশি।