বিনোদন ২০ নভেম্বর, ২০২০ ০৬:৪০

প্রথমবার একই সিনেমায় ৩ খান

বিনোদন ডেস্ক

তিন খান ছাড়া যেন বলিউডের কথা ভাবা যায়না। বলিউড মানেই তিন খানের আধিপত্য। বহু বছর ধরেই বলিউড শাসন করছেন খানেরা। নানা পলিটিক্স ও রেশারেশির কারনে তাদের  কখনো দেখা যায় নি এক সিনেমায়। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে এবার একই ছবিতে হাজির হবেন অভিনেতা তিন খান আমীর খান, শাহরুখ খান ও সালমান খান।  

তিন খানকে একই ছবিতে হাজির করার কৃতিত্ব অবশ্যই প্রযোজক আমির খানের। তার ছবি 'লাল সিং চাড্ডা'র কারণেই একসঙ্গে পর্দায় আসতে চলেছেন বলিউডের তিন 'খান'  

একবার এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ''একসঙ্গে তিন খানকে পর্দায় আনা খুবই কঠিন।'' এবার এই কঠিন কাজটাই সম্ভব করে ফেলতে চলেছেন পরিচালক অদ্বৈত চন্দন এবং প্রযোজক আমির খান ও কিরণ রাও।  

জানা গেছে, নব্বইয়ের দশকের স্মৃতি চারণেই ‘লাল সিং চাড্ডায়’ 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র জনপ্রিয় চরিত্র 'রাজ'-এর বেশে দেখা যাবে শাহরুখকে। আর সালমানকে দেখা যাবে 'ম্যায়নে পেয়ার কিয়া'র প্রেমের ভূমিকায়। 'লাল সিং চাড্ডা' ছবির মূল চরিত্র আমিরকে 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' সিনেমার সেটে যেতে দেখা যাবে। আর সেখানেই এক ঝলক দেখা যাবে 'রাজ' রূপী শাহরুখকে। ইতোমধ্যেই কিং খান ক্যেমিও চরিত্রটির শ্যুটিংও সেরে ফেলেছেন। একইভাবে সালমানকেও ক্যেমিও সিনেমার এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।