বিনোদন ২৬ নভেম্বর, ২০২০ ০৯:৪১

আসছে মিশু-টয়ার নতুন নাটক

বিনোদন ডেস্ক

অন্যরকম গল্পে কাজ করলেন মিশু সাব্বির মুমতাহীনা চৌধুরি টয়া মোহন আহমেদের গল্পে নাটকের নাম এক্স ভার্সেস প্রেজেন্ট মূলত এই সময়ের তরুণ তরুণীদের ভালোবাসা, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড বিষয়ক জটিলতা এই নাটকের মূল উপজীব্য

নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক আর মিশু সাব্বির টয়া ছাড়াও এতে অভিনয় করেছেন স্বর্না লতা, সিয়াম নাসির, মো. পামির, জান্নাত প্রীতি, নিতু প্রমুখ

কামরুল ইসলাম শুভর চিত্রগ্রহণে নাটকটির সম্পাদনা রঙ বিন্যাস করেছেন রমজান আলী মাহবুব আলমের প্রযোজনায় নাটকটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন শাহরিয়ার আলম মার্সেল

আগামীকাল শুক্রবার রাত .৩০ মিনিটে মাছরাঙা টিভিতে নাটকটি প্রচারিত হবে পরদিন ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়সিডি ভিশনইউটিউব চ্যানেলে আপলাড করা হবে

নাটক প্রসঙ্গে মিশু সাব্বির বলেন, ‘মোহন আহমেদের পরিচালনায় পরপর কয়েকটি কাজ করলাম আশা করছি, আগের কাজের মতো এটাতেও সাড়া পাবো