বিনোদন ৮ ডিসেম্বর, ২০২০ ০৩:৪৪

কে কিনলো বব ডিলানের গানের খাতা

ডেস্ক রিপোর্ট

৭৯ বছর বয়সী বব ডিলান বিক্রি করে দিলেন নিজের সব গানের ক্যাটালগ। ‘ইউনিভার্সাল মিউজিক’ সংস্থা কিনে নেয় সেই মহামূল্যবান খাতা।

৬ দশকের প্রায় ৬০০টি গান লিখেন বব। যার ভিতর ছিল ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘লাইক আ রোলিং স্টোন’-এর মতো কালজয়ী গানও।

এর আগে ১৯৬২ সালে ১০০ ডলারের বিনিময়ে প্রথম চুক্তি করেছিলেন ডিলান। স্বত্ব দেওয়া হয়েছিল লৌ লিভাই অব লিডস মিউজিক পাবলিশিংকে। কিন্তু সময় এগিয়েছে। নোবেলজয়ী গীতিকার, সুরকার ও গায়ক বব ডিলানের গানগুলির মূল্য আরও বৃদ্ধি পেয়েছে।

গতকাল সোমবার ‘ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপ’ এই চুক্তির কথা প্রকাশ করে। কত টাকা দিয়ে গানের খাতার স্বত্ব বিক্রি হলো তা স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে প্রায় ৩০০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে তার গানের স্বত্ব।

চুক্তিকারী সংস্থার কাছ থেকে তথ্য মিললেও এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি বব ডিলান।

‘ইউনিভার্সাল মিউজিক’ সংস্থার প্রধান জানিয়েছেন, ‘এ কথা তো গোপন নয় যে, কালজয়ী সংগীতের মূল চাবিকাঠি গান রচনা। আর এ কথাও সকলেই জানেন, বব ডিলান না থাকলে এই শিল্প অপূর্ণ থেকে যেত। তার গান রচনা শিক্ষণীয় একটি বিষয়।’

সূত্র: নিউইয়র্ক টাইমস