বিনোদন ১৫ ডিসেম্বর, ২০২০ ০৮:৩৩

যে কারণে আলোচনায় ‘মা’ সিরিয়ালের সেই ঝিলিক

বিনোদন ডেস্ক    

ভারতীয় টিভি সিরিয়ালমাসিরিয়ালের মধ্যে আলোচনায় উঠে আসে সিরিয়ালের ছোট শিশুশিল্পী ঝিলিক সেখানেই মাত্র তিন বছর বয়সে অভিনয় শুরু করেন সে এই মেয়ে কোঁকড়ানো চুল, মায়াবী চোখ আর অভিনয় দিয়ে অনেকের মন জয় করে নিয়েছিল ছোট ঝিলিক হ্যাঁ, এখানে সেই ছোট্ট ঝিলিক বা তিথি বসুর কথায় বলা হচ্ছে

ভারতীয় চ্যানেলেমাসিরিয়ালটি শুরু হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা পায় ছোট্ট ঝিলিকের অভিনয়ে মুগ্ধ হন অনেকেই কিন্তু সেই ছোট্ট ঝিলিক এখন আর ছোট নেই ছোট্ট থেকে সে এখন হয়ে উঠেছে কিশোরী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হয় তার ছবি

h
এখন তাকে কোনো সিরিয়ালে না দেখা গেলেও, তার উপস্থিতি টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় তার ছবিতে আধুনিক পোশাকের কারণে অনেকেই নানা সমালোচনা করেন মূলত, অনেকেই এখনো সেই ছোট্ট ঝিলিকের থেকে বের হতে পারেননি যার কারণে তারা এমন আলোচনা-সমালোচনা করেন

পর্দা আর বাস্তবের তো পার্থক্য আছে অনেকের মনে তিথি এখনও সেই ঝিলিক হয়েই থেকে গেছেন তাকে আধুনিক পোশাকে দেখতে অনেকেই অভ্যস্ত নন ফলে ছোট্ট ঝিলিককে আধুনিক খোলামেলা পোশাকে মেনে নিতে দর্শকদের খানিকটা সময় তো লাগবেই জানা যায়, তিথি যে খুব তাড়াতাড়ি ফের পর্দায় ফিরতে চলেছেন, এমন ইঙ্গিতও মিলেছে