বিনোদন ১৯ ডিসেম্বর, ২০২০ ০২:৪৫

দাদার জন্য লুবাবার কান্না

বিনোদন ডেস্ক

ক্যান্সারে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনবদিখ্যাত অভিনেতা আব্দুল কাদের তার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে এই অভিনেতাকে নিয়ে উৎকণ্ঠা সর্বত্র

ক্যান্সারে আক্রান্ত দাদার সুস্থতা কামনায় কাঁদছে লুবাবা লুবাবা অভিনেতা আবদুল কাদেরের নাতনি বছরের ছোট্ট লুবাবা দাদাকে বাঁচাতে অনলাইনে তথ্য খুঁজছে লুবাবা বলে, আমি ইন্টারনেটে দেখেছি, রক্ত কমে গেলে রাইস খেতে হবে চিকেন, ডিম, আনার খেলে দাদু আবার সুস্থ হয়ে উঠবে

উল্লেখ্য, দাদার হাত ধরে তিন বছর বয়সে অভিনয় শুরু করে লুবাবা দাদুই তাকে বুঝিয়ে দিতেন কোন দৃশ্যে কীভাবে অভিনয় করতে হবে লুবাবার মা বলেন, ‘আমার শ্বশুর সব সময় বলতেন, লুবাবা তাঁর অভিনয়গুণ পেয়েছে বাবা যেমন অভিনয়ের জন্য প্রশংসা পেতেন, তেমনি লুবাবাও অভিনয় শেষে শুটিং সেটের সবার প্রশংসা পায়

লুবাবার মা জাহিদা ইসলাম জানান, পাশের দেশ ভারতের অনেক নির্মাতা লুবাবার ফেসবুক বন্ধু অনেকে তার অভিনয় দেখে তাকে কাজে নিতে চান ফেসবুকেই এক তামিল নির্মাতার সঙ্গে পরিচয় লুবাবার তামিল ছবিতে অভিনয়ের কথা রয়েছে সেই টিমের লোকজনও তামিলনাড়ু থেকে চেন্নাইতে দেখা করতে আসতে চেয়েছিলেন করোনার কারণে আপাতত সেটা হচ্ছে না

লুবাবা অভিনীত শিশু নির্যাতনে সচেতনতামূলক একটি ভিডিও বেশ প্রশংসা পাচ্ছে সেখানে তার সংলাপ ছিল, ‘আম্মু, তুমি সাইফ আঙ্কেলকে বাসায় আসতে দিওই না উনি আমাকে ব্যাড টাচ করেনির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর কাছ থেকে দৃশ্যটি শুনে শুটিং সেটেই কেঁদে ফেলে লুবাবা পরে সেই দৃশ্যে তার নিখুঁত অভিনয়ে ভীষণ খুশি হন নির্মাতারা লুবাবা অমিতাভ রেজা চৌধুরীররিক্সাগার্ল আশরাফ শিশিরের৫৭০ছবিতে অভিনয় করেছে

লুবাবা বলে, আমি নিয়মিত অভিনয় করতে চাই আমার দাদার জন্য দোয়া করবেন দাদা যেন সুস্থ হয়ে আবার আমাকে শুটিংয়ে নিয়ে যেতে পারেন