বিনোদন ৪ জানুয়ারি, ২০২১ ০৯:৩০

অনম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই’

বিনোদন ডেস্ক

আলোচিত নির্মাতা অনম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্মহোয়াট দ্য ফ্রাই’-এর মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন সংগীতশিল্পী প্রীতম হাসান সহশিল্পী হিসেবে পেয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে

চলচ্চিত্রটির ট্রেলার সম্প্রতি অবমুক্ত হয়েছে যেখানে দেখা গেলো হঠাৎ পরিচয় হওয়া সেলিব্রেটি মিম একজন সাধারণ মানুষ প্রীতমের মধ্যে বিভিন্ন চিন্তার ফারাক

ঘটনার শুরু রাত থেকে ফেসবুকে আত্মহত্যার হুমকি দিয়ে বাড়ি ছেড়ে বের হয়ে আসেন মিম এরপর পরিচয় হয় প্রীতমের সঙ্গে লাখ লাখ ফলোয়ার থাকা মিমকে চেনেনই না তিনি হঠাৎ হাজির হয় মিমের প্রেমিক ইরেশ যাকের তার হাত থেকে বাঁচতে পাঁচ মিনিটের মধ্যে প্রীতমকে প্রেমিক হিসেবে ঘোষণা করেন মিম

অনম বিশ্বাস জানান, গত মাসের তারিখে এর শুটিং শুরু হয়েছিল কাজ এখন পুরোপুরি শেষ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে

৪০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্ম তৈরি করেছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ আগামী জানুয়ারি এটি অবমুক্ত হবে

উল্লেখ্য, অনম বিশ্বাসের প্রথম পরিচিতিদেবীচলচ্চিত্রের মাধ্যমে ২০১৬ সালেআয়নাবাজিসিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি