বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি অপূর্ব-নাজিয়া তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের সংসারের একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ।
সম্প্রতি অপূর্ব তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘সবচাইতে প্রিয় গান...। ’
সেখানে দেখা যাচ্ছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের হাঁতে গিটার, পাশে বসা তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ। অপূর্ব গিটার বাজিয়ে গাইতে শুরু করলেন ‘ওরে নীল দরিয়া…’, একটু একটু করে তার সঙ্গে গানটিতে ঠোঁট মেলাতে শুরু করে ছেলে আয়াশও।
এতে বাবা-ছেলেকে একসঙ্গে গাইতে দেখা গেল ‘সারেং বউ’ সিনেমার জনপ্রিয় গানটি। মুহূর্তের মধ্যে গানটি অপূর্বভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই অপূর্ব ও তার ছেলের একসঙ্গে গাওয়া আরও গান শোনানোর অনুরোধ জানান।

উল্লেখ্য, ২০১৮ সালের ঈদুল আযহায় নির্মাতা শিহাব শাহীনের ‘বিনি সুতার টানে’ নাটকে বাবার সঙ্গে প্রথমবারের মতো টিভি পর্দায় হাজির হয়েছিল ছোট্ট আয়াশ। তখন তার বয়স ছিল মাত্র সাড়ে তিন বছর। নাটকটি প্রচারের পর বেশ সাড়া ফেলে। পর্দায় বাবা-ছেলের অভিনয় দর্শকদের মন জয় করে।






















