বিনোদন ডেস্ক
ভারতের চলমান কৃষক আন্দোলন নিয়ে টুইট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের মুখে পড়েছেন সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এ নিয়ে কেউ হতাশা জাহির করেছেন, কেউবা আবার বর্ষীয়ান এই শিল্পীকে ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন।
গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। কৃষক বিক্ষোভের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লতা মঙ্গেশকর, শচীন টেন্ডুলকর, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও করণ জোহররা।
ঐক্যবদ্ধ ভারতের কথা স্মরণ করিয়ে লতা মঙ্গেশকর লেখেন, ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের যে কোনো সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারব দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে।
লতা মঙ্গেশকরের এমন টুইট দেখে অনেকে টুইটারে রঙ্গ-রসিকতায় মেতেছেন। কেউ লিখেছেন, লতা দিদিকে কষ্ট করে টাইপও করতে হয়নি। যা বড় ভাই পাঠিয়েছিল, কপি করে দিয়েছেন। আবার কেউ আবার লিখেছেন, ম্যাডাম কেন দেরিতে নিজের হোয়াটসঅ্যাপ চেক করলেন? ১ টাকা লেট ফি কাটা গেল। এমনই টুইটে সয়লাব সোশ্যাল মিডিয়া।
অন্যদিকে একের পর এক টুইট করে চলেছেন বলিউড তারকা তাপসী পান্নু এবং স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা। মধ্যপন্থা অবলম্বন করলেন বলিউডের ‘সুলতান’ সালমান খান। এ নিয়ে তিনি বলেন, যে সিদ্ধান্ত নিলে সবার ভালো হবে, সেই সিদ্ধান্তই নেওয়া উচিত।






















