বিনোদন ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৩৬

টিকা নিলেন সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক

দেশজুড়ে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রয়োগ আর এবার সেই ধারাবাহিকতায় টিকা গ্রহণ করলেন ‘কোথাও কেউ নেই’খ্যাত অভিনেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ তথ্যটি নিশ্চিত করেছে অভিনেত্রী নিজে।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আমি ভ্যাকসিন নিয়েছি। আমাদের যত্ন নেয়ার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী। জয় বাংলা। অভিনেত্রীর এ পোস্টের কমেন্ট বক্সে তার সুস্থতা কামনা করেছেন তার ভক্ত ও অনুরাগীরা। আবার অনেকে তার সাহসিকতার জন্য সাধুবাদ জানিয়েছে।

উল্লেখ্য, নাটক ও সিনেমা দুই মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। একাধারে অভিনেত্রী, নির্মাতা, আবৃত্তিকার, উপস্থাপক ও সংসদ সদস্য তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে- ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিঞ্চা’, ‘শঙ্খনীল কারাগার’, ‘রাক্ষস’ ‘কমান্ডার’, ‘অপহরণ’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’ ইত্যাদি।

স্বাস্থ্য অধিদফতরের সূত্রে মতে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সর্বমোট এক হাজার১৫টি হাসপাতালে টিকা বা ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীদের ২ হাজার ৪০২টি দল টিকাদানে নিয়োজিত থাকবে। ঢাকায় ৬৫টি স্থানে টিকাদান হবে। সেখানে কাজ করবে স্বাস্থ্যকর্মীদের ২০৬টি দল।

এদিকে ঢাকার বাইরে সারাদেশের বিভিন্ন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ৯৫৯ স্থান নির্ধারণ করা হয়েছে। এসব জায়গায় ২ হাজার ১৯৬টি দল টিকাদান কার্যক্রম পরিচালনা করবে। দুজন স্বাস্থ্যকর্মী এবং দুজন স্বেচ্ছাসেবক মিলিয়ে প্রতিটি দলে চারজন সদস্য থাকবেন। টিকার জন্য নিবন্ধন করা না থাকলেও কেন্দ্র থেকে কাউকে ফেরত পাঠানো হবে না। কেন্দ্রেই নিবন্ধনের ব্যবস্থা করা হবে।