নিজস্ব প্রতিনিবেদক
হাউজফুল ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা সিক্যুয়েলের ঘোষণা দিয়েছে পরিচালক সাজিদ নাদিয়াওয়ালা। জানা গেছে, হাউজফুলে অভিনয় করা সব অভিনেতাকে এক করার চেষ্টা করছে। তবে হাউজফুল ৫ - এ যেসব তারকাদের দেখা যেতে পারে তার মধ্যে আছেন অক্ষয় কুমার, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, ববি দেওল, রীতেশ দেশমুখ। বলিউডের অন্যতম তারকাবহুল ছবি হতে যাচ্ছে এটি।
‘হাউসফুল’ সাজিদ নাদিয়াওয়ালা এবং বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। আগামী বছরই শুটিং শুরু করতে পারে টিম ‘হাউসফুল ৫’। হাউজফুল প্রথম মুক্তি পেয়েছিল ২০১০ সালে। এর সিক্যুয়েলগুলো মুক্তি পায় ২০১২, ২০১৬ ও ২০১৯ সালে।
‘হাউজফুল’র চারটি ছবিই বক্স অফিসে সফলতা পেয়েছিল। সবকিছু ঠিক থাকলে ‘হাউজফুল ৫’ আরও বড় পরিসরে নির্মাণ করা হবে। এখন সেই প্রস্তুতিই চলছে।
আমাদের কাগজ//টিএ






















