নিজস্ব প্রতিবেদক
রাখী সবন্ত যিনি বলিউডে বেফাঁস মন্তব্যের জন্য অলোচনায় থাকে। নিজের ব্যক্তিগত কথা বলতেও কোন রাখঢাক রাখে না। আর এ জন্য বির্তকের সাথেই যেন রাখীর বসবাস। এবার তাঁর মঞ্চে নাচতে গিয়ে ব্লাউজ ছিঁড়ে বিব্রত পরিস্থির মধ্যে পড়তে হয় তাকে। তবে সে পরিস্থিতি কীভাবে সামলেছেন বলতে দ্বিধা করেননি রাখী।
ভিডিওতে দেখা যায় রীতিমতো চেঁচামিচি করে তিনি বলছেন, ‘এখনও একটা নাচ শুরুই করলাম না। আমার ব্লাউজ ছিঁড়ে গেল। কী দড়ি বানিয়েছেন? এখন সেফটিপিন দিয়ে কাজ চালাতে হবে। কীভাবে নাচ করব? সেফটিপিন লাগিয়ে?’
২০২১ সালে একটি চ্যানেলের দোলের অনুষ্ঠানে নাচের কথা ছিল রাখীর। মঞ্চে উঠবেন। তার আগেই বিপত্তি। খুলে যায় তার ব্লাউজের দড়ি। মাথা ঠিক রাখতে পারেননি তিনি। সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন রাখী।
রাখী সবন্ত যিনি বলিউডে বেফাঁস মন্তব্যের জন্য অলোচনায় থাকে। নিজের ব্যক্তিগত কথা বলতেও কোন রাখঢাক রাখে না। আর এ জন্য বির্তকের সাথেই যেন রাখীর বসবাস। এবার তাঁর মঞ্চে নাচতে গিয়ে ব্লাউজ ছিঁড়ে বিব্রত পরিস্থির মধ্যে পড়তে হয় তাকে। তবে সে পরিস্থিতি কীভাবে সামলেছেন বলতে দ্বিধা করেননি রাখী।
ভিডিওতে দেখা যায় রীতিমতো চেঁচামিচি করে তিনি বলছেন, ‘এখনও একটা নাচ শুরুই করলাম না। আমার ব্লাউজ ছিঁড়ে গেল। কী দড়ি বানিয়েছেন? এখন সেফটিপিন দিয়ে কাজ চালাতে হবে। কীভাবে নাচ করব? সেফটিপিন লাগিয়ে?’
২০২১ সালে একটি চ্যানেলের দোলের অনুষ্ঠানে নাচের কথা ছিল রাখীর। মঞ্চে উঠবেন। তার আগেই বিপত্তি। খুলে যায় তার ব্লাউজের দড়ি। মাথা ঠিক রাখতে পারেননি তিনি। সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন রাখী।
এর পরেই রাখী অভিযোগ করে জানান, এক জন শিল্পীকে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তা সকলের জানা উচিত। তাঁর কথায়, ‘‘আমি কী করব? আমরা শিল্পী। আমাদের ব্লাউজে শক্ত দড়ি দেওয়া উচিত নয় কি? এর পর লোকে বলবে আমরা বিতর্ক তৈরি করি। আমি কি নিজেই নিজের ব্লাউজ ছিঁড়ব? আমার গোটা ইউনিট অপেক্ষা করছে। এটাই শিল্পীদের ট্র্যাজেডি।’’
এই অভিযোগ করার পর অনেক নেটিজেনরা রাখীর পাশে দাঁড়িয়েছেন। অনেকেই বলেছেন, এই ক্ষেত্রে নায়িকা অন্তত ইচ্ছাকৃত বিতর্ক তৈরির জন্য এ সব করেননি। জনৈক লিখেছেন, ‘‘মঞ্চে নাচের সময় ব্লাউজ ছিঁড়লে কী করতেন রাখী? সকলে তাঁকে নিয়ে কুকথা বলতেন। উল্টোপাল্টা মন্তব্য করতেন।’’ আর এক জন লিখেছেন, ‘‘রাখী চিৎকার করেননি। বরং নিজের মনের কথা বলেছেন।’’
আদের কাগজ//টিএ






















