বিনোদন ডেস্ক: দেব-রুক্মিণী, অঙ্কুশ-ঐন্দ্রিলা, বনি-কৌশানী, অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, এই তিন জুটির জুড়ি মেলা ভার। কখনও বড়পর্দা, কখনও আবার ক্যামেরার পিছনে৷ যে কোনও সাক্ষাৎকারেই তাঁদের দেখলে সংবাদমাধ্যমের একটাই প্রশ্ন থাকে— ‘‘তা হলে কবে বিয়ে করছেন?’’ অথবা ‘‘সুখবরটা কবে পাচ্ছি?’’
তারকা জুটিদের থেকে এই প্রশ্নের সঠিক উত্তর আদায় করাও সাংবাদিকদের পক্ষে বেশ কঠিন কাজ। তবে মাঝে মাঝে ‘অঘটন’-ও ঘটে। এই যেমন নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিংয়ের ফাঁকে সাংবাদিকের সাথে দেখা হল বনি সেনগুপ্তর সঙ্গে। সেখানেই নিজের বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন নায়ক।
সাংবাদিককে বনি বলেছেন, এত ছবি করছি, কারণ সংসার করতে হবে। বিয়ে করতে হবে।
তা হলে তারিখটা কবে এমন প্রশ্নের জবাবে বনির উত্তর, ‘‘খুব দেরি হয়তো করব না৷ ২০২৪-এর প্রথমেই আশা করছি, বিয়েটা করে ফেলব। না, যদিও এখনও তারিখ পাকা হয়নি৷
তবে টলিপাড়ায় যে আরও এক বিয়ের সানাই বাজতে চলেছে, তবে পাত্রী কৌশানির সঙ্গেই বিয়ের পিড়িতে বসছেন তা এখন থেকেই আঁচ করা যায়।
আমাদের কাগজ/ইদি






















