বিনোদন ৫ নভেম্বর, ২০২২ ০৪:০৭

কোন সুখবর নিয়ে আসছেন শাকিব?

বিনোদন ডেস্ক: ঢালিউডের সুপারস্টার নায়ক শাকিব খান। ফেসবুকে পোস্ট করেছেন এই নায়ক। নতুন সুখবর জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারহিরো।

নায়ক জানান, ‘শের খান’ আমার জন্য খুব স্পেশাল একটি সিনেমা। যখন সানী সানোয়ার ভাইয়ের কাছ থেকে সিনেমার গল্প শুনছিলাম, তখন ভিজুয়ালাইজ করছিলাম। মনে হচ্ছিল চোখের সামনে ভাসছে সিনেমাটি। বড় আয়োজন, বড় ক্যানভাস। অনেক সময় দেখা যায়, এ ধরনের সিনোগুলোর আয়োজন বড় হলেও গল্প খুব শক্তিশালী হয় না। কিন্তু এই সিনেমার গল্প বেশ শক্তিশালী। দর্শককে গল্পই বসিয়ে রাখবে। সবমিলিয়ে শের খান বড় ক্যানভাসের একটি সিনেমা। আশা করি ভালো কিছু হতে যাচ্ছে।

জানা গেছে, নতুন বছর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে ‘শের খান’ সিনেমার। ওই বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে এতে নারী প্রধান চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন পরিচালক সানী সানোয়ার।

আমাদের কাগজ//জেডআই