বিনোদন ৬ নভেম্বর, ২০২২ ০১:২৩

 মা হলেন আলিয়া ভাট

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: মা হলেন বলিউড নায়িকা আলিয়া ভাট। মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আলিয়াকে নিয়ে হাসপাতালে যায়  রণবীর কপূর।

চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন জুটিতে। গত জুন মাসে সন্তান আগমনের সুখবর দিয়েছিলেন রণলিয়া। আলিয়া তখন লন্ডনে। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে। হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান। কাপুর পরিবারে এখন আনন্দ জোয়ার।

আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছিলেন কাপুর এবং ভাট পরিবারের বাকি সদস্য‌রা। যেহেতু নরম্যাল ডেলিভারি চেয়েছেন অভিনেত্রী, প্রতীক্ষার প্রহর ছিল আরও দীর্ঘ। শেষমেশ বিলাসহুল হাসপাতালের লেবার রুমে নবজাতকের কান্না শোনা গেল। কন্যার জন্ম দিলেন আলিয়া।

আগামী ২৮ নভেম্বর আলিয়ার ৩০ বছরের জন্মদিনে উৎসব হবে কপূর পরিবারে। নবজাতক আর তার মাকে ঘিরে ঘরোয়া পরিমণ্ডলে সেই উদ্‌যাপন অন্য মাত্রা নিতে চলেছে।

 

আমাদের কাগজ//টিএ