বিনোদন ২০ নভেম্বর, ২০২২ ০৬:৩৭

খেলা ঠিকঠাক বোঝেনা শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক: আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' নামে পরিচিত এই ফুটবল গ্র্যান্ড ফেস্টিভ্যালকে ঘিরে পুরো বিশ্ব এখন গুঞ্জন। বরাবরের মতো বাংলাদেশও এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত। বাংলাদেশের ফুটবল ভক্তদের একটি বড় অংশ বিশ্বকাপের সময় ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থন করে। এর প্রতিফলন দেখা যায় ঘরে ঘরে ওড়ানো পতাকা কিংবা ভক্তদের পরা জার্সিগুলোতে।

তবে দেশের জনপ্রিয় অভিনয় শবনম ফারিয়া জানিয়েছেন, তিনি এই খেলাটা ঠিকঠাক বোঝেন না। কিন্তু সুন্দর চেহারার কারণে স্পেনকে সাপোর্ট করছেন ‘দেবী’ তারকা।

রবিবার দুপুরে নিজের ফেসবুকে এমনটাই জানালেন ফারিয়া। তিনি লেখেন, ‘সবাই জানতে চাচ্ছে কোন টিম সাপোর্ট করি! যেহেতু খেলা ঠিকঠাক বুঝি না, খেলা দিয়ে কাউকে সাপোর্ট করা ঠিক হবে না।’

এরপর এই অভিনেত্রী বলেছেন, ‘আমি ভাই সুন্দরের পূজারি, অনেক গবেষণা করে যা বুঝলাম, স্পেনের চেয়ে সুন্দর প্লেয়ার আর কোন টিমে নাই। সো, যা বুঝি না তা নিয়ে বেশি মাথা না ঘাটাই , আমি বরং স্পেনই সাপোর্ট করি!’


আমাদেরকাগজ/এইচএম