বিনোদন ২৬ নভেম্বর, ২০২২ ০১:১৭

শাকিব খান সব ক্লিয়ার করে দিয়েছে: অপু বিশ্বাস

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ দেশের ঢালিউড পাড়াতে বেশ কয়েক বছর ধরেই শাকিব খানকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব চলছে। ব্যাক্তি দ্বন্দ্ব এখন সোশ্যাল মিডিয়াতেই যেন পুষিয়ে নিচ্ছেন উঠছে এমন গুঞ্জনও। মাঝে সেটি স্থিতিশীল থাকলেও ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।

সম্প্রতি জন্মদিন উপলক্ষে শাকিব ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন, এমনটাই জানান বুবলী। এই উপহার দেওয়ার খবরকে কেন্দ্র করে তাকে খোঁচা দেন অপু বিশ্বাস। শুরু হয় তাদের ভার্চুয়াল দ্বন্দ্ব। পরবর্তীতে শাকিব খান স্পষ্ট জানান, তিনি বুবলীকে কোনো নাকফুল উপহার দেননি। 

শাকিবের ভাষ্য, অপু বিশ্বাস ও বুবলী দুজনই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই বললেই চলে। 

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমার ব্যাপারটা সবাই জানেন। আর শাকিব খান সব ক্লিয়ার করে দিয়েছেন। তারপরেও তিনি (বুবলী) এত জাহির করছেন কেন?

ঢালিউড কুইন আরও বলেন, আমি তো আর অন্যের মতো প্রতিবাদ করছি না। মিথ্যাচারও করছি না। এটি আমার সঙ্গে যায় না। মনগড়া কথা বলে আমি আমার ব্যক্তিত্ব নষ্ট করতে চাই না। 

এর আগে ২০১৭ সালের ১৮ মার্চ শাকিব খানসহ পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন বুবলী। ছবির ক্যাপশনে লেখেন ‘ফ্যামিলি টাইম’। মুহূর্তেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ছবি দেখে অপু বিশ্বাস বেজায় চটে যান। এরপরই শাকিব খানের ছেলেকে নিয়ে প্রকাশ্যে আসেন অপু। একই বছর অপু বিশ্বাসকে ডিভোর্স দেন শাকিব খান।

অপুর দাবি ছিল, তাঁর সংসারে শনি হয়ে হানা দিয়েছেন বুবলী। কিং খানকে কবজা করে নিয়েছেন নিজের মুঠোয়। তাই বিচ্ছেদ হয়েছে তাঁদের।

২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তানের জন্ম হয়। দুই মাস আগে এ খবর প্রকাশ্যে আসে। তবে বুবলীর সঙ্গে শাকিব খানের সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে, সেটি নিয়ে চলছে নানারকম চর্চা। সরাসরি কিছু না বললেও ইঙ্গিতের মাধ্যমে শাকিব খান জানিয়েছেন, বুবলীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না তাঁরা। অন্যদিকে, বুবলী বিভিন্ন সাক্ষাৎকার ও পোস্টে বোঝানোর চেষ্টা করছেন, সুখেই সংসার করছেন তাঁরা।

 

আমাদের কাগজ/ এম টি