বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী এখন 'নাকফুল' ইস্যুতে আলোচনার শীর্ষে। জন্মদিন উপলক্ষে শাকিবের হীরের নাকলি উপহার গ্রহণের কথা, উল্টো সাকিবের অস্বীকার- সব মিলিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।
বলা হয়েছিল, সংবাদ সম্মেলন ডেকে সবকিছু পরিষ্কার করবেন বুবলী। কিন্তু তিনি তা করেননি। বরং সাংবাদিক-ক্যামেরা দেখে দূরে সরে যান এই নায়িকা।
শুক্রবার (২৫ নভেম্বর) বুবলির শুটিং স্পটে হাজির হয়ে ‘নাকফুল’ প্রসঙ্গে কথা বলেন গণমাধ্যমকর্মীরা। জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন বুবলী। কিন্তু শট শেষ করেই মেকআপ রুমে ঢুকে পড়েন বুবলী। বলা যায় ক্যামেরা এড়াতে দ্রুত মেকআপ রুমে ঢুকে পড়েন বুবলী।
এই ক্যামেরার ভয় কেন? বুবলী বলেন, 'বেশ কিছুদিন ধরে যা হচ্ছে তাতে আমি খুবই বিব্রত। এদিকে সেদিন সংবাদ সম্মেলনও করতে পারিনি। সব মিলিয়ে ব্যাপারটা বুঝতেই পারছেন। তাই আমি এখনই ক্যামেরায় কিছু বলতে চাই না।'
আমাদের কাগজ/এইচএম






















